মা,শিশুস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা
১।মাতৃ স্বাস্থ্য-প্রসব পূর্ব,প্রসবকালিন,প্রসবোত্তর সেবা ,প্রজনন স্বাস্থ্যসেবা,কিশোর-কিশোরী সেবা আমাদের প্রতি ইউনিয়নে নির্ধারিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে দেওয়া হয় ।
২।পরিবার পরিকল্পনা- খাবার বড়ি,কনডম,ইনজেকশান,ইনপ্লান্ট,আইইউডি,ইসিপি, পরিবার কর্যাণ সহকারীর মাধ্যমে প্রতিটি দম্পতির বাড়ি বাড়ি গিয়ে প্রদান করা হয় ।
৩ । পরিবার পরিকল্পনার স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পদ্ধতির সেবা সপ্তাহের প্রতি মঙ্গলবার( পরিবর্তন যোগ্য ) উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে সুদক্ষ্য ডাক্তারের মাধ্যমে সেবা প্রদান করা হয় এবং সরকারী বিধি মোতাবেক যাতায়াত ভাতা , ্ঔষধপত্রসহ ও অন্যান্য সামগ্রী দেওয়া হয় ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস